• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭


ময়মনসিংহ প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১২:৫৬ পিএম
ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহ: ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। লাশ উদ্ধারের কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।’

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত সাতজন অটোরিকশার চালক ও যাত্রী।

এমএস

Wordbridge School
Link copied!