• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু 


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৩:১৩ পিএম
কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু 

ফাইল ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় ইয়াসিন আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর হাজীটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন জেলার নাগেশ্বরী থানার ধনী গাগলা এলাকার দুলুয়ার পাড় গ্রামের মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, নিহত শিশু ইয়াছিনর বাবা-মা ঢাকায় থাকায় তার দাদা-দাদির সঙ্গে থাকে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে খেলতে খেলতে বাড়ির সামনের পাকা রাস্তা দৌড় দিয়ে পাড় হওয়ার সময় শ্যালো মেশিন চালিত ট্রলি ধাক্কা লাগে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা নাগেশ্বরী হাসপাতাল নেওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।

কাশীপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে সবকিছু জেনে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!