• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

হিলিতে ভারত-বাংলাদেশের মাঝে মাতৃভাষা দিবস পালিত


হিলি (দিনাজপুর) প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৩:৫৩ পিএম
হিলিতে ভারত-বাংলাদেশের মাঝে মাতৃভাষা দিবস পালিত

ছবি প্রতিনিধি

হিলি: দিনাজপুরের হিলিতে বাংলাদেশ ও ভারত দুই বাংলার সম্প্রীতির প্রয়াস হিসেবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় হিলি চেকপোস্টের শূন্য রেখায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করেন।

ওপার বাংলা ও এপার বাংলা দুই বাংলার ভাষা প্রেমিরা জিরো পয়েন্টে একত্রিত হয়ে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় দুই দেশের ভাষা প্রেমীরা।

এসময় উপস্থিত ছিলেন ভারতের দক্ষিন দিনাজপুরের উৎজীবন সোসায়টির সম্পাদক সুরজ দাস, বালুরঘাট বিএ ড কলেজের চেয়রম্যান ও বাংলাদেশ ভারত করিডর কমিটির আহবায়ক নবকুমার দাস। এবং বাংলাদেশের পক্ষে ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন স্তরের মানুষ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!