• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় শীত শেষে নামলো বছরের প্রথম বৃষ্টি


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১১:৫১ এএম
ভাঙ্গুড়ায় শীত শেষে নামলো বছরের প্রথম বৃষ্টি

ছবি : প্রতিনিধি

পাবনা: শীত শেষে কিছুটা গরমের আমেজ শুরু হয়েছে। এর মধ্যেই পাবনার ভাঙ্গুড়ায় বছরের প্রথম বৃষ্টির দেখা মিলল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে নিজ নিজ গন্তব্যে ফিরতে দেখা গেছে অনেককেই।

এ দিন বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে বৃষ্টি ছেড়ে যাওয়ায় সময়মতো পরীক্ষা কেন্দ্রে যেতে পেরেছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টি শুরুর পর প্রায় ৫৫ মিনিটের ঝুম বৃষ্টিতে ভিজে যায় উপজেলার সড়কসহ বিভিন্ন এলাকা। বৃষ্টি হওয়ায় শুকরিয়া আদায় করতেও দেখা গেছে সাধারণ মানুষসহ নানা শ্রেণি পেশার মানুষকে।

তবে শীতের শেষের এই বৃষ্টিতে শরীর ভেজাতে ভয় পেয়েছেন মানুষজন। হঠাৎ নামা এই বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠাণ্ডারও আশঙ্কা করেছেন অনেকে। শীতের বিদায়ের পর প্রথম এ বৃষ্টিতে কৃষকদের মাঝে ছড়িয়েছে খুশির বার্তা।

ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের কৃষক ওসমান গনি সোনালী নিউজকে বলেন, এমন বৃষ্টি বোরো ধানের ক্ষেতে থাকা গাছের জন্যে ভাল হবে। সেচ কম লাগায় খরচও কিছুটা কমবে।

সোনালীনিউজ/এস/এসআই

Wordbridge School
Link copied!