• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে মাইক্রো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৯


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৩:৪৮ পিএম
কুড়িগ্রামে মাইক্রো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৯

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৯ জন আহত হয়েছেন। তার মধ্যে  ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায় কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু, নারী ও বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে মাইক্রো চালক আব্দুল হান্নান পলাতক রয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি তদন্ত সারওয়ার পারভেজ জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছে অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/জেএ/এসআই

Wordbridge School
Link copied!