Menu
ছবি : প্রতিনিধি
বরগুনা: বরগুনার তালতলী সাগর মোহনায় ধরা পরেছে সাড়ে আট কেজি ওজনের কোরাল মাছ। রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটায় পায়রা নদী তেতুলবাড়িয়া এলাকায় মাছটি ধরা পড়ে।
তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের জেলে সাগর রাতের জোয়ারে পায়রা নদীতে মাছ ধরতে গেলে বড়শীতে ধরা পরে বিশাল আকারের কোরাল মাছটি। পরে তালতলী বাজারে জমাদ্দার ফিস আড়ৎ এ বিক্রি করতে আসলে খোলা ডাকে এক হাজার টাকা কেজি দরে স্হানীয় মাছ বাজারের মাছ ব্যবসায়ী আল আমিন হাওলাদার মাছটি বিক্রির জন্য কিনে নেয়।
এ ব্যাপারে মাছ বিক্রেতা মুঠোফোনে সোনালী নিউজকে বলেন, নদীর বড়শীতে ধরা পরা মাছের দাম একটু বাড়তি হয়। এর কারণে হিসেবে বলেন, দীর্ঘক্ষণ সতেজ থাকে এবং মাছ ফ্রিজে রাখলেও গুনগত মান ভালো থাকে। মাছটি ক্রয়ের পরপরই ৯ হাজার টাকায় বিক্রি করে নেন এক ব্যক্তি।
এম/এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT