রংপুর: রংপুরের পীরগাছায় নিখোঁজের ২ দিন পর উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া বিলের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উম্মে হাবিবা উপজেলার চালুনিয়া পানাতিপারা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে।
পু্লিশ ও স্থানীয়সূত্র জানায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উম্মে হাবিবা। এরপর সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও সন্ধান মেলেনি তার। সোমবার সকালে বাড়ির পাশের চালুনিয়া বিলের একটি পুকুরে শিশু উম্মে হাবিবার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সাধারণ ডায়েরি হয়েছিল এখন আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
একেএম/এসআই