গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মরিয়ম ম্যানশন নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনে ব্যবসায়ীদের রাখা প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ১০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ে আগুনে দগ্ধ হয়েছেন ৬ জন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার ভোরে ওই ভবনে আগুনের সূত্রপাত দেখামাত্র তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরে এক পর্যায়ে দেখেন আগুনের তীব্রতা বেড়ে চার তলায় লাগা আগুন ৫ ও ৬ তলায় ছড়িয়ে পড়ছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। এ ঘটনায় আফরিন ট্রেডার্সের মালিক মো. সোহেল ও মনির হোসেনসহ ১০ জন ব্যবসায়ীর গুদামজাত করা কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীরা জানান।
এ দিকে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ভোরে সাড়ে ৫টার দিকে ভবনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৫টা ৪৭মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। সবশেষ সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এমএস/এসআই