• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজীপুরে রেললাইনে কাটা পড়ে নিহত ২ 


গাজীপুর প্রতিনিধি মার্চ ২, ২০২৪, ০৪:৪৮ পিএম
গাজীপুরে রেললাইনে কাটা পড়ে নিহত ২ 

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে ও সিটি করপোরেশনের কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন বিচ্ছিন্ন লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কোনাবাড়ি থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

অপর দিকে বেলা ১১ টার দিকে কানে হেডফোন লাগিয়ে রাব্বানী নামের এক যুবক কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহত রাব্বানী (২৫) নীলফামারীর ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে অপর জনের পরিচয় শনাক্ত করা যায়নি। 

এসআই

Wordbridge School
Link copied!