• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাবনায় ট্রাক চাপায় প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার, আহত ৪


পাবনা প্রতিনিধি: মার্চ ৩, ২০২৪, ০৪:৩৭ পিএম
পাবনায় ট্রাক চাপায় প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার, আহত ৪

পাবনা: পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হন। রোববার (৩ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বীর মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল (৮৫) সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামের মৃত নশের আলীর ছেলে। 

আহত একই গ্রামের জহুরুল ইসলাম (৩৫), শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোল্লাকে (৩০) ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আনোয়ার হোসেন জানান, বাঘাবাড়ি-চাটমোহর আঞ্চলিক সড়কের সাঁথিয়া বড় পাথাইলহাট নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজা দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!