• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত


হবিগঞ্জ প্রতিনিধি মার্চ ৩, ২০২৪, ০৫:২৩ পিএম
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হন।

রবিবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট হাইওয়ে অঞ্চলের অধীন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের আকিব মিয়া (৬২), চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৬)।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ওসি পরিমল চন্দ্র দেব জানান, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এমএস

Wordbridge School
Link copied!