• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবৈধ অনুপ্রবেশের দায়ে লালমনিরহাটে যুবক আটক


লালমনিরহাট প্রতিনিধি মার্চ ৬, ২০২৪, ০৫:৪৫ পিএম
অবৈধ অনুপ্রবেশের দায়ে লালমনিরহাটে যুবক আটক

লালমনিরহাট: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে  রুবেল হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা উত্তর জাওরানী গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

পরদিন বুধবার (৬ মার্চ) সকালে আটক রুবেলকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে বিজিবি। আটককৃত রুবেল ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জাওরানী সীমান্ত দিয়েই কয়েক দিন আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে রুবেল। পরে ভারতে কাজ শেষে বুধবার রাতে একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তার রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!