• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভ্যান হারানোর দুঃখে কিশোরের আত্মহত্যা


ফরিদপুর প্রতিনিধি মার্চ ৬, ২০২৪, ০৬:০৮ পিএম
ভ্যান হারানোর দুঃখে কিশোরের আত্মহত্যা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাইকারীর কবলে পড়ে ভ্যান হারানোর দুঃখে এক কিশোর আত্মহত্যা করেছে। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রোমপট্টি গ্রামের মুনির মিয়ার পুত্র হতদরিদ্র ভ্যানচালক কিশোর মোরছালিন মিয়া(১৪)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হত দরিদ্র ভ্যান চালক মোরছালিন ভ্যান চালিয়ে সংসার চালাত। গত ৩রা মার্চ রবিবার সকালে মোরছালিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সে ঐদিন সন্ধ্যার পর ছিনতাইকারীদের কবলে পড়ে ভ্যানটি হারিয়ে ফেলে। ভ্যান হারিয়ে মোরছালিন বাড়িতে আসলে পরিবারের লোকজন তাকে বকাঝকা করেন। এরপর থেকে ভ্যান হারানো কষ্ট ও পরিবারের বকাঝকা জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দুঃখে কষ্টে এবং অভিমানে বুধবার দুপুরে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ পরিদর্শক শওকত হোসেন জানান, কিশোরের আত্মহত্যার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি । পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও পরিবারের অনাপত্তি থাকায় লাশ ময়না তদন্ত না করেই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এমএস

Wordbridge School
Link copied!