চট্টগ্রাম : চট্টগ্রামে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য।
বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাতে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে ১০ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধদের স্বজনরা জানান, রাতে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘরের ভেতর আগুন ধরে যায়। ওই সময় ঘরে থাকা তিনটি পরিবারের ১১ জন দগ্ধ হন।
বিস্ফোরণের ফলে দু'টি ভবনের দেয়াল ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও ফয়ার সার্ভিসের সদস্যরা। গ্যাসের চুলা লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমটিআই