চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছানিমা (২) নামে এক শিশু মারাগেছে।
শুক্রবার (৮ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছানিমা বলদিয়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শুক্রবার রাত ১০ টার দিকে শাহাবুদ্দিল তার দু'বছরের শিশুকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান শিশু ছানিমাকে ধাক্কায় ছিটকে ফেলে পালিয়ে যায়।
এসময় ছানিমার পিতা শাহাবুদ্দিনসহ স্থানিয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা শিশুটির লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে। তবে নিহত ছানিমার বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/এসআই