• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক-শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুর প্রতিনিধি  মার্চ ৯, ২০২৪, ১১:০৬ এএম
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক-শ্রমিকদের বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময়ে পুলিশ শ্রমিক সংঘর্ষে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (৯ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনরত শ্রমিকরা জানান, শনিবার সকাল ৬ টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তি পূর্ণ ভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এ সময়ে পুলিশ আচমকা তাদের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তারা আরও বলেন, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, রাউন্ড সাউন্ড গ্রেনেড, রাবার বুলেটর আগাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। 

এ দিকে মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তারা সরে যাচ্ছিলো না। পরে পুলিশ সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাঁদানে গ্যাস, ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মেরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এমএস/এসআই

Wordbridge School
Link copied!