নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষার সময় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামী সাইফুল ইসলামকে (২২) ২ বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া নকল সরবরাহের দায়ে তাকে দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া জানান, দণ্ডপ্রাপ্ত সাইফুল নিজ এলাকার বড়ভাই মোহাম্মদ সাইফুল নামের এক ব্যক্তির কাছ থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করেন। পরে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন তা সরবরাহ করার সময় হাতেনাতে গ্রেপ্তার হন। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সাইফুল ইসলামকে আটক করে জেল ও জরিমানার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এমএস