• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পালিত মহিষের শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু


পটুয়াখালী প্রতিনিধি  মার্চ ১২, ২০২৪, ০৯:৪৭ পিএম
পালিত মহিষের শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পালিত মহিষের শিংয়ের আঘাতে মনির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের স্কানদার চকিদারের ছেলে।

মহিষের আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, গোলখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার।

জানা গেছে, পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট থেকে সোমবার একটি মহিষ ক্রয় করেন। মহিষটিকে মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঘাস খাওয়াতে নিতে যান। তখন হঠাৎ মহিষটি শিং দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা গাজীর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, মনির খুব ভালো লোক ছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএস

Wordbridge School
Link copied!