• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হত্যা মামলার আসামি সড়ক দুর্ঘটনায় নিহত


ফরিদপুর প্রতিনিধি মার্চ ১৩, ২০২৪, ১২:১৫ পিএম
হত্যা মামলার আসামি সড়ক দুর্ঘটনায় নিহত

ফাইল ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্র দিয়ে কুপিয়ে পিতাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে শুরুর অংশে এ ঘটনা ঘটে। তিনি ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার কিবরিয়া ফকিরের ছেলে নাঈম ফকির (২২)।
 
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) রাতে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নাঈম একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় মোটরসাইকেলটি নিয়ে তিনি বেপরোয়া গতিতে সড়কে ইউটার্ন নিয়ে বিপরীত দিকে যেতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলসহ তিনি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই নাইম নিহত হন।

উল্লেখ্য,  ২০২২ সালের ১০ ডিসেম্বর বাবা-মায়ের কলহের জের ধরে পিতা কিবরিয়া ফকিরকে (৫৫) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে নাঈম। ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়। কিবরিয়ার তিন ছেলের মধ্যে নাঈম ছিলেন মেজো। তিনি একটি খাবার হোটেলে কাজ করতেন। এ ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়ার ভাই মো. দেলোয়ার ফকির (৬৬) বাদী হয়ে নাঈমকে একমাত্র আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন ১৩ ডিসেম্বর সকালে নাঈমকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ এর একটি দল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। নাঈম ওই মামলায় জামিনে ছিলেন।

এসআই

Wordbridge School
Link copied!