• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
জলদস্যুর হাতে জিম্মি বাংলাদেশি

‘সোমালিয়ান পাইরেটস অনবোর্ড, বাঁচি থাকলে দেখা হবে’


নোয়াখালি প্রতিনিধি মার্চ ১৩, ২০২৪, ০৪:১৭ পিএম
‘সোমালিয়ান পাইরেটস অনবোর্ড, বাঁচি থাকলে দেখা হবে’

নোয়াখালি: আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পণ্যবাহী জাহাজের ২৩ জন নাবিক ও ক্রুদের মধ্যে রয়েছেন নোয়াখালীর মোহাম্মদ আনারুল হক রাজু (২৯)। তিনি ওই জাহাজটিতে ‘এবি’ (অ্যাবল সিমেন) হিসেবে কর্মরত আছেন। 

মঙ্গলবার (১২ মার্চ) জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর তিনি তার ভাইকে একটি মেসেজ পাঠিয়েছিলেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের স্বজনরা।

অপহৃত মোহাম্মদ আনারুল হক রাজু কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট রাজু।

রাজুর বড় ভাই জিয়াউল রনি বলেন, ‘বাড়ি থেকে যাওয়ার পর গত নভেম্বরে সে সিঙ্গাপুর থেকে জাহাজে উঠেছিল। গতকাল সে আমার মোবাইলে একটি মেসেজ করে। যেখানে লেখা ছিল ‘সোমালিয়ান পাইরেটস অনবোর্ড, বাঁচি থাকলে দেখা হবে, দোয়া কইরেন।’

রাজুর মা দৌলত আরা বেগম বলেন, ‘গত ৮ বছর ধরে জাহাজের এবি হিসেবে কর্মরত আছে রাজু। সর্বশেষ প্রায় ৪ মাস আগে সে বাড়িতে এসেছিল। আমার ঘরটি ভাঙা ছিল, রাজু এখন পাকা ঘর করতেছে, ঘরের কাজ শেষ হলে তাকে বিয়ে করাবো। আমরা মেয়েও দেখতেছি। কিন্তু কালকে খবর পেলাম আমার রাজুসহ ২৩ জনকে তাদের জাহাজ থেকে ডাকাতরা নিয়ে গেছে।’

রাজুর পরিবারের স্বজনরা বলেন, ‘জিম্মিদের জাহাজের একটি কেবিনে আটকে রাখা হয়েছে। রাতে তাদের সাহরি দেওয়া হয়েছিল। রাজুসহ সকল অপহৃতদের জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানাই।’

এদিকে, অপহৃত ওই জাহাজটিতে মোহাম্মদ সালেহ আহম্মদ নামের নোয়াখালীর আরও একজন রয়েছেন। প্রাথমিকভাবে তার বাড়ি জেলার সেনবাগ উপজেলায় জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

এমএস

Wordbridge School
Link copied!