ভাঙ্গুড়া: বছর ঘুরে ফিরেছে রমজান। ফিরেছে ইফতার৷ এই এক বছরের ব্যবধানে বেড়েছে ইফতার সামগ্রীর দাম। এই ইফতারের বাজারে পাঁচ টাকা যেন মূল্যহীন হয়ে পড়েছে। যেকোনো ইফতার সামগ্রীর দাম শুরু ১০ টাকা থেকে৷
বুধবার (১৩ মার্চ) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন ইফতার বাজার ঘুরে দেখা গেছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজুর সর্বনিম্ন দাম ১০ টাকা। পাঁচ টাকায় কোনো কিছুই মিলছে না। গত বছর পাঁচ টাকা দামেই বিক্রি হয়েছে এসব ইফতার সামগ্রী।
উপজেলার শরৎনগর বাজার থেকে ইফতারসামগ্রী কেনার পর আমির হোসেন সুমন নামের এক ক্রেতা বলেন, 'চপ ১০ টাকা করে। ৫ টাকার তো কোনো দামই নাই। ছোলার দামও অনেক বেড়েছে৷ ২০ টাকায় যেটুকু ছোলা দিয়েছে, তা একজনের জন্য যথেষ্ট না।
উপজেলার ইফতারসামগ্রী বিক্রির দোকান ঘুরে দেখা গেছে, ২০ টাকার কমে কোথাও ছোলা বিক্রি হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
এমএস
আপনার মতামত লিখুন :