• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাংবাদিক মাসউদ হত্যা : ৭ সাংবাদিককে জেল হাজতে প্রেরণ 


বরগুনা প্রতিনিধি  মার্চ ১৪, ২০২৪, ০২:৩৯ পিএম
সাংবাদিক মাসউদ হত্যা : ৭ সাংবাদিককে জেল হাজতে প্রেরণ 

ফাইল ছবি

বরগুনা: বরগুনা প্রেসক্লাবে সাংবাদিক মাসউদ তালুকদার হত্যা মামলার ৭ আসামিকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বরগুনা চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল এগারোটায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়। 

মামলার ৮ নং এজাহারকৃত আসামী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাফর হাওলাদারকে আদালত জামিন মঞ্জুর করেন। তিনি ঘটনার সময় ভারত সফরে থাকায় তাকে বিচারক জামিন প্রদান করেন।

মাসউদ তালুকদার হত্যা মামলায় বিচারক যাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও এনটিভি জেলা প্রতিনিধি আ.স.ম হাফিজ আল আসাদ (সোহেল হাফিজ) এনটিভির ক্যামেরম্যান আরিফুল ইসলাম মুরাদ (২৮), প্রেসক্লাবের সহযোগী সদস্য কাসেম হাওলাদার (৩০), টিভির জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম মিরাজ (৩০), সহযোগী সদস্য ওয়ালিউল্লাহ ইমরান (২৮), জাহিদুল ইসলাম মেহেদী (২৮), সোহাগ হাওলাদার (২৫)। 

এব্যাপারে বরগুনা প্রেসক্লাবের সদস্য মইনুল হোসেন সুমন সোনালী নিউজকে বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্র মামলায় হাজির হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আগামী রবিবার মিস কেস বসিয়ে জেলা দায়রাজজ আদালতে আপীল করা হবে। 

আসামী পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট আবদুর রহমান। বাদী পক্ষে আইনী লড়াই করে কোর্ট ইন্সপেক্টর। 

গত ১৯ ফেব্রুয়ারী দৈনিক ভোরের ডাক পত্রিকার বরগুনা প্রতিনিধি তালুকদার মাসউদকে বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগে ১৪জনকে আসামী করে হত্যা মামলা রুজু হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে নিহতের স্ত্রী সাজেদা বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন। 

মামলার আসামীরা হলেন, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও এনটিভি জেলা প্রতিনিধি আ.স.ম হাফিজ আল আসাদ (সোহেল হাফিজ) এনটিভির ক্যামেরম্যান আরিফুল ইসলাম মুরাদ (২৮), প্রেসক্লাবের সহযোগী সদস্য কাসেম হাওলাদার (৩০), যমুনা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন (৪০), সময় টিভির জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম মিরাজ (৩০), প্রেসক্লাবের বহিরাগত মোঃ ছগির হোসেন টিটু (২৮), ডিবিসি টিভির জেলা প্রতিনিধি আঃ মালেক মিঠু (২৮), সহযোগী সদস্য ওয়ালিউল্লাহ ইমরান (২৮), জাহিদুল ইসলাম মেহেদী (২৮), সোহাগ হাওলাদার (২৫), এ.এস.এম সিফাত (২৭), শহিদুল ইসলাম শহিদ (৪৫), ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাফর হোসেন হাওলাদার। 

নিহত সাংবাদিক তালুকদার মাসউদ বরগুনা সদর উপজেলার ৬নং ওয়ার্ড গোরাপদ্মা এলাকার ইউপি আবদুল ওয়াহাব মাষ্টারের ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকা ও রাজধানী টেলিভিশন নামের একটি আইপি টিভির বরগুনা জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি ওই এলাকার ইউপি সদস্য ছিলেন। তার স্ত্রী সাজেদা একজন স্কুলশিক্ষক, মেয়ে তন্নি বরগুনা পলিটেকনিকে সিভিল প্রকৌশলে ৭ম সেমিস্টারে ও ছেলে তালুকদার তানহা বরগুনা জিলাস্কুলে ৭ম শ্রেণিতে অধ্যায়রত।  

এম/এসআই

Wordbridge School
Link copied!