• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দুই ভবনের ফাঁকে আটকা চোর, প্রাণ বাঁচাল ফায়ার সার্ভিস


সিরাজগঞ্জ প্রতিনিধি মার্চ ১৭, ২০২৪, ০৭:৩৭ পিএম
দুই ভবনের ফাঁকে আটকা চোর, প্রাণ বাঁচাল ফায়ার সার্ভিস

সিরাজগঞ্জ: বহুতল ভবনে চুরি করতে ওঠে চোর। আর বাড়ির লোকজন চুরি করতে দেখে ফেলায় পালাতে গিয়ে আটকে পড়ে ২টি ভবনের সরু চিপায়। পরে বাড়ির মালিক ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিস এসে আটকে থাকা সেই চোরকে উদ্ধার করে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার সিরাজী সড়কে ঘটে এ ঘটনা।

বাড়ির মালিক মুসফিকুর রহমান সুজন বলেন, ‘সকালে আমার ৫ তলা ভবনের পাইপ বেয়ে এক চোর ৩ তলায় ওঠে চুরি করতে। মাঝে মধ্যেই আমার বাসার জানালা দিয়ে মোবাইল ফোন, টাকা পয়সা, গহনাসহ বিভিন্ন জিনিস চুরি হয়। আজকে একইভাবে চুরি করতে ওঠে সে। চোরের উপস্থিতি টের পেয়ে ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার দেয় সবাই। 

এসময় ওই চোর দৌড়ে পালাতে গেলে ২ টি ভবনের মাঝখানে আটকা পড়ে। এমনভাবে আটকে যায় যে কোনোভাবেই সে বের হতে পারছিল না। আমরা নিজেরা অনেকক্ষণ চেষ্টা করেও ওই চোরকে বের করতে না পেরে, পরে ৯৯৯ ফোন করে বিষয়টি জানাই। পরে ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে চোরকে।’

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজ রহমান বলেন, ‘ভবনের মাঝে আটকে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তবে ২ ভবনের মাঝের গলিটি প্রায় ১ ফিট এর মতো। যা খুবই সরু, তাই আমাদের উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়। তবে আধা ঘণ্টার চেষ্টায় আমরা তারে বের করতে সক্ষম হই। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করি।’

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ‘দুপুরে ভবনের গলিতে আটকে পড়া চোরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের হেফাজতে দেয়। উদ্ধার হওয়া ওই চোরের নাম সম্রাট। তার বাসা শহরের রেলকলোনি এলাকায়। সে একজন পেশাদার চোর। দীর্ঘদিন ধরেই সে শহরের বিভিন্ন এলাকায় চুরি করে আসছে। সেই সঙ্গে সম্রাট মাদক ব্যবসার সাথেও জড়িত। তার নামে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। পরে আটক সম্রাটকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠান।’

আইএ

Wordbridge School
Link copied!