• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বরগুনায় ১০ টাকায় মেলছে সুবিধাবঞ্চিতদের রোজার বাজার 


বরগুনা প্রতিনিধি মার্চ ১৮, ২০২৪, ০২:২৬ পিএম
বরগুনায় ১০ টাকায় মেলছে সুবিধাবঞ্চিতদের রোজার বাজার 

ছবি : প্রতিনিধি

বরগুনা: পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় রোজার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় ৩ শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় হাজার টাকার দ্রব্য মাত্র ১০ টাকা প্রতিকী মূল্যে ক্রয় করেতে পেরেছেন তারা।

আয়োজকরা এই বাজারের নাম দিয়েছেন `রোজাদারের রোজার বাজার' যেখানে প্রতিটি পণ্যের দাম মাত্র ১ টাকা। সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে দিনব্যাপী ১০ টাকার এ সুপারশপে পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহঃ রফিকুল ইসলাম। 

ভোজ্যতেল, চাল-ডাল, ছোলা, লবণ, ডিম, মাছ, সহ ১৫টি পণ্যের সমাহার ছিল সুপারশপে। নির্দিষ্ট শর্তে ১০ টাকার টোকেন নিয়ে দুস্থ ও অসহায় মানুষজন চাহিদা মতো যেকোন ১০ টি পণ্য বাছাই করে নিতে পারবেন। 

রমজানে সারাদেশে ২০ হাজার পরিবারে বাজার পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোঃ জামাল উদ্দিন।

এম/এসআই

Wordbridge School
Link copied!