• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের


পাবনা প্রতিনিধি মার্চ ১৯, ২০২৪, ০৭:১৫ পিএম
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনা: পাবনার চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ হুসাইন (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন ওই গ্রামের জাবেদ মোল্লার ছেলে ও বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট পড়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিল হুসাইন। বাড়ির অদূরে পৌঁছামাত্র পেছন থেকে খোয়া বোঝাই একটি ট্রাক হুসাইনের সাইকেলে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় সে। পরে ট্রাকটি  দ্রুত গতিতে পালানোর সময় পেছনের চাকার নিচে হুসাইনের মাথা পিষ্ট হয়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় হুসাইন।

এদিকে ঘটনার পর ট্রাক পেলে রেখেই পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটিকে জিম্মায় নেয় পুলিশ।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ট্রাকটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

Wordbridge School
Link copied!