• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫


গোপালগঞ্জ প্রতিনিধি মার্চ ২০, ২০২৪, ১২:০৬ পিএম
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

ফাইল ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল।

তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা লুবানা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এসআই

Wordbridge School
Link copied!