• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 


গাজীপুর প্রতিনিধি মার্চ ২১, ২০২৪, ১২:১১ পিএম
গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ইফতার কিনে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মো.শান্ত মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। 

নিহত শান্ত পূবাইল থানার বসুগাঁ মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. মানিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২১ মার্চ)  সকালে নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, বুধবার (২০ মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর পূবাইলে বসুগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে, মারা যাওয়া শান্ত কাঠ মিস্ত্রির কাজ করতেন। বুধবার বিকেলে বাজার থেকে কিছু ইফতার সামগ্রী ক্রয়ের জন্য মোটরসাইকেল বাজারে এসে ছিলেন। পরে বাজার থেকে ইফতার কিনে বাড়ি ফেরার পথে বসুগাঁও রেললাইন ক্রস করার সময় একটি ট্রেন শান্তর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যায়। পরে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। 

এমএস/এসআই

Wordbridge School
Link copied!