বরিশাল: বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারের ব্যস্ত সড়কে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। তবে মা হলেও বাবার পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর মা ও নবজাতক বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা দু’জনেই সুস্থ আছেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল।
বন্দর থানার নারী-শিশু কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বলেন, সন্তানটির মা যেহেতু মানসিক ভারসাম্যহীন তাই বিষয়টি আদালতকে জানাব। আদালত যে ব্যবস্থা নেবেন সে অনুযায়ী পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআই রোজিনা আরও বলেন, এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এ খবরে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আবদুর রহমান মুকুল বলেন, মা-মেয়ে বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে সুস্থ আছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএস