• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নারায়ণগঞ্জ ব্যবসায়ি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


নারায়ণগঞ্জ প্রতিনিধি মার্চ ২৪, ২০২৪, ০৮:২৬ পিএম
নারায়ণগঞ্জ ব্যবসায়ি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে কামাল হোসেন নামে ব্যবসায়ীকে হত্যার মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (২৪ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রায় ঘোষণার সময়ে আদালতে ৪ জন উপস্থিত ছিল এবং বাকি দুইজন পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের গুতিয়াবো এলাকার মাহবুব রহমান,সবুজ মিয়া,শরীফ মিয়া, পারভেজ, আসাদুল্লাহ ও সাদ্দাম হোসেন। তাদের মধ্যে মো. শরীফ মিয়া ও মো. সাদ্দাম হোসেন ছাড়া বাকীরা সকলেই আদালতে উপস্থিত ছিল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ২৪ জুন রূপগঞ্জ থানায় ব্যবসায়ী কামাল হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছে এবং চারজন আদালতে উপস্থিত ছিল।

এমএস

Wordbridge School
Link copied!