• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সিরাজগঞ্জে অটো চালকের মরদেহ উদ্ধার 


সিরাজগঞ্জ প্রতিনিধি মার্চ ২৫, ২০২৪, ০২:৩৩ পিএম
সিরাজগঞ্জে অটো চালকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় রাস্তার পাশে পড়ে থাকা আরমান (২২) নামে এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে সলঙ্গা ও কামারখন্দ থানার সীমান্ত এলাকা ঝাকরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।  

পুলিশ জানায়, রোববার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আরমান।

অনেক খোঁজাখুঁজি করেও তাকে বা তার অটোরিকশাটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার ঢালে তার গলা কাটা মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী চক্র তাকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএস

Wordbridge School
Link copied!