• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  মার্চ ২৭, ২০২৪, ০৯:২১ পিএম
নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে পুকুরের পানিতে  ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সৃজা মনি (৬) নবীনগর উপজেলার বিদ্যাকুট পশ্চিম পাড়া গ্রামের সামির হোসেনের মেয়ে ও একই এলাকার আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, দুপুরে বাড়ির পাশে দুই চাচাত বোন খেলা করছিলো। খেলার কোন এক ফাঁকে বাড়ির পাশে থাকা পুকুরে দুই বোন অসর্তকবশত পড়ে যাই। 

অনেক খুঁজাখুঁজি করে কোন শিশুকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। পরে দুপুরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্হানিয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

Wordbridge School
Link copied!