• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ


ঝালকাঠি প্রতিনিধি  মার্চ ২৮, ২০২৪, ০৭:৩৯ পিএম
নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুই দিন পর মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।

স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া জানান, ‘মোটর লাগানো ভ্যান চালাতেন মামুন। গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয়রা দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মামুন জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তদন্ত সাপেক্ষ মৃত্যুর কারণ জানা যাবে।

এমএস

Wordbridge School
Link copied!