• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 


গাজীপুর প্রতিনিধি  এপ্রিল ১, ২০২৪, ১১:৫৬ এএম
গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

ফাইল ছবি

গাজীপুর: বকেয়া বেতন, বোনাস ও বাৎসরিক ছুটির টাকা দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কোনাবাড়ী জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

সোমবার (১ এপ্রিল) সকালে কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কেয়া নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা ৩ দফা দাবিতে আন্দোলন শুরু করেন বলে জানান বিক্ষোভকারী পোশাক শ্রমিকরা। শ্রমিকরা আরও জানান, গেল ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ছুটির টাকা ও ঈদের বোনাস কোনটাই পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বার বার কারখানার কর্তৃপক্ষ সময় চেয়ে নিলেও তারা তাদের দেওয়া কথা বাস্তবায়ন করেনি।

এজন্য তারা বাধ্য হয়েই পাওটা টাকা আদায়ের দাবিতে আন্দোলনে রাজপথে নেমেছেন। শ্রমিকরা আরও জানায়, তাদের ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে। বকেয়া বেতন, ছুটির টাকা ও বোনাসের টাকা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

এ দিকে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, একটি কারখানা শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গেছে। বর্তমানে আন্দোলনরত শ্রমিক ও মালিক পক্ষের লোকজন দের সঙ্গে কথা চলছে বিষয়টি সমাধানের জন্য। তিনি আরও বলেন, তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

এসআই

Wordbridge School
Link copied!