নড়াইল: নড়াইলে ধান ক্ষেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (০৩ এপ্রিল) বিকাল ৩ টার দিকে সদর উপজেলার তারাশী বিলে এ ঘটনা ঘটে। এসময় বিমানে থাকা দুই পাইলট (স্কোয়েড্রন লিডার) অক্ষত রয়েছে। এদিকে পড়ে থাকা বিমান দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১ টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে ছেড়ে আসে পিটি ৬-২৭২০ মডেলের একটি প্রশিক্ষণ বিমান। যা দুপুর ২ টা ৪৫ মিনিটে এসে যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের মধ্যে জরুরি অবতরণ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবাহিনী ঘটনা স্থলে পৌঁছায়। এসময় বিমান থেকে নাদিম ও মাহফুজ নামে দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারযোগে যশোরে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসে স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দ্রুত অবতরণ করা হয়। এতে বিমানে থাকা দুজন স্কোয়াড্রন লিডারের কোন ক্ষয়ক্ষতি হয় নি। তবে বিমানের আংশিক ক্ষতি হয়েছে। বিমানটি উদ্ধারে বিমানবাহিনী কাজ করছে।
এমএস