• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হিলিতে আবারও বেড়েছে বয়লার মুরগির দাম


হিলি (দিনাজপুর) প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৪, ১২:২৬ পিএম
হিলিতে আবারও বেড়েছে বয়লার মুরগির দাম

ফাইল ছবি

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে বয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রতি কেজিতে ২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বাড়ায় এর দাম বেড়েছে। এদিকে মুরগির দাম বাড়ায় বিপাকে পরেছেন নিম্ন আয়ের মানুষরা। 

শনিবার (৬ এপ্রিল) সকালে হিলি বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। 

বয়লার মুরগির বিক্রেতা মুখলেছুর রহমান জানান, রোজার শুরুতে বয়লার মুরগির দাম বৃদ্ধি ছিল। রোজার মাঝখানে দামটা কিছু কে গেছিলো, তবে আবারও বেড়েছে বয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রতি কেজিতে ২০ টাকা। বর্তমান বয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ১৮০ টাকা কেজি দরে। শুধু ব্রয়লার মুরগি না। পাকিস্তানি ও দেশি মুরগির দামও বেড়েছে। ২৮০ টাকা কেজি দরের পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। আর দেশি মুরগি ৩৮০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।

মুরগি ক্রেতা ফারুক হোসেন বলেন, আমরা গরিব মানুষ। রোজায় একটু ভালো না খেলেই নয়। তাই বয়লার মুরহি কিনতে এসেছি। দেখছি কেজিতে ২০ টাকা বেড়ে গেছে। কয়েকদিন আগেও ১৮০ টাকা কেজি দরে কিনে নিয়ে গেছি। আর আজকে কিনতে এসে দেখি ২০০ টাকা কেজি বিক্রি করছে। এখনি যদি দাম বাড়ে তাহলে তো ঈদে তো আরও বেশি দামে বিক্রি হবে। 

আরেকজন ক্রেতা বলেন, দেশের মধ্যে সব জিনিসপত্রের আগুন লেগে গেছে। গরুর মাংসের দাম বেশি, মাছের দাম বেশি তরিতরকারির দাম বেশি, মুরগির দাম বেশি। সরকারের কোনো নজর দারি নেই। প্রশাসনের পক্ষ থেকে যতি বাজারগুলো প্রতিনিয়ত মনিটরিং করা হতো তাহলে হয়তো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকতো।

এসআই/এসআই

Wordbridge School
Link copied!