• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রেমের টানে বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরলেন ভারতীয় যুবক


ঝালকাঠি প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৪, ১২:১৫ পিএম
প্রেমের টানে বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরলেন ভারতীয় যুবক

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ইমরান (৩৪) নামে এক যুবক। শনিবার (৬ এপ্রিল) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দী গ্রামের ইমদাদুল হাওলাদারে বাড়িতে আসেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ইমরানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইমাদাদুল হাওলাদারে মেয়ে ফারজানার। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

শনিবার বিকেলে প্রেমিকার বাড়িতে আসেন ইমরান। বিষয়টি জানতে পেরে ফারজানাকে সরিয়ে নেয়ে তার পরিবার এবং ইমরানের সঙ্গে অসদাচরণ করে। উপায় না পেয়ে নিরাশ হয়ে নিজ দেশে ফিরে যান ইমরান।

ভারতীয় যুবক ইমরান বলেন, ‘ফারাজানার ছোট খালা ও আমি সৌদিতে চাকরি করেছি। সেই সুবাদে ফারাজানার সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। ফারজানার পরিবারের সবাই জানতো এ বিষয়ে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ফারজানার পরিবার বিভিন্ন সময় আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। কিন্তু এখানে আসার পর সব অস্বীকার করছে। তারা আমার সঙ্গে প্রতারণা করেছে। তাই বাধ্য হয়ে নিজ দেশে ফিরে যাচ্ছি।’

ফারজানার বাবা ইমদাদুল হাওলাদার এসব অভিযোগ নাকচ করে বলেন, ‘আমার শ্যালিকা সৌদিতে থাকাকালীন তার মাধ্যমে ইমরান নামে ওই ভারতীয় যুবকের সঙ্গে পরিচয় হয়। ইমরান আমাদের একটা ভিসা দেওয়ার কথা বলে। আমি ভালো হিন্দি বুঝতে না পারায় আমার মেয়ের সাথে ওর কথা হতো। কিন্তু প্রেমের সম্পর্ক ও টাকা নেওয়ার বিষয়টি সে মিথ্যা বলেছে।’

১ নং চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, ফেসবুকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতীয় এক যুবক এলাকায় এসেছেন। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, করব।

এসআই

Wordbridge School
Link copied!