Menu
খুলনা: খুলনার রূপসা নদীতে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবি গেছে। এতে জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
রূপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোংলা বন্দর থেকে সার বোঝাই কার্গো নওয়াপাড়া যাবার পথে এম ভি থ্রি লাইট ১ খুলনা রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতু পিলারে ধাক্কায় ডুবে যায়। কার্গোতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১১জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।
কার্গো জাহাজ থেকে সাঁতরে কূলে আসা একজন শ্রমিক বলেন, আমরা ইঞ্জিন রুমে ছিলাম। হঠ্যাৎ একটি শব্দ পেয়ে উপরে উঠতে গিয়ে দেখি জাহাজ ডুবে যাচ্ছে। আমার সঙ্গে গিজার শাকিল ভাই ছিলেন, তিনি পড়ে গিয়ে উঠতে পারেননি। আমিও পড়ে গেছিলাম, পরে সাঁতরে কূলে এসেছি। এছাড়া বাবুর্চিও পড়ে গিয়ে আর উঠতে পারেনি। চালনা থেকে সার নিয়ে কার্গোটি নওয়াপাড়া যাচ্ছিল।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT