• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শেরপুরের ৬ গ্রামে পালন হচ্ছে ঈদ


শেরপুর প্রতিনিধি এপ্রিল ১০, ২০২৪, ১২:৩৩ পিএম
শেরপুরের ৬ গ্রামে পালন হচ্ছে ঈদ

শেরপুর: শেরপুরে ৬ গ্রামে ঈদ উদযাপন হচ্ছে আজ বুধবার (১০ এপ্রিল)। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন তারা। একদিন আগে রোজা ও ঈদ উদযাপন করেন তারা।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দুশ থেকে আড়াইশ জন মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।

শেরপুরের যেসব গ্রামে ঈদ পালন হচ্ছে— শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

তবে স্থানীয় লোকজন ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকেও মুসল্লিরা ওইসব গ্রামে ঈদের নামাজ আদায় করতে যান। প্রতি বছর সদর উপজেলার বামনেচর গ্রামে আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও এবার সেখানকার বেশ কিছু মুসল্লি নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর পালন করে থাকে। মুসল্লিদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

শেরপুরের দারুল আমান মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা হাফিজুর রহমান বাতেন বলেন, শেরপুরে কয়েকটি গ্রামের আংশিক মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুইটি ঈদ উদযাপন করে আসছেন। গ্রামের বাকিরা আগামীকাল পবিত্র ঈদের নামাজ আদায় ও ঈদ পালন করবেন।

এমএস

Wordbridge School
Link copied!