• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

ঈদের আগের রাতে নরসিংদীর সড়কে ঝরল ৪ প্রাণ


নরসিংদী প্রতিনিধি এপ্রিল ১১, ২০২৪, ০৭:১৫ এএম
ঈদের আগের রাতে নরসিংদীর সড়কে ঝরল ৪ প্রাণ

নরসিংদী : নরসিংদীর মাধবদীতে সিমেন্ট বোঝাই কভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

বুধবার (১০ এপ্রিল) রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কে টাটাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল। আর প্রিমিয়ার সিমেন্টের কভার্ডভ্যানটি নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুটি যানের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। 

আহতদের নরসিংদীর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

ওসি কামরুজ্জামান বলেন, আহতদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!