• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এমভি আবদুল্লাহ ও নাবিকরা মুক্ত


চট্টগ্রাম ব্যুরো এপ্রিল ১৪, ২০২৪, ১১:৪১ এএম
এমভি আবদুল্লাহ ও নাবিকরা মুক্ত

চট্টগ্রাম : সোমালী জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর নাবিকরা মুক্ত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর রাত ৩টার দিকে জাহাজটি সোমালিয়া থেকে দুবাই রওনা হয়েছে বলে জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে ভোর রাত তিনটার দিকে রওনা করেছে। নাবিকরা সবাই সুস্থ আছেন।

দুপুরে আগ্রাবাদের কেএসআরএমের করপোরেট কার্যালয়ে জাহাজের মুক্তিসহ বিভিন্ন বিষয়ে মালিকপক্ষ থেকে জানানো হবে, বলেন মিজানুল।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, জাহাজটির ২৩ জন নাবিকের মধ্যে ১৮ জন দুবাইয়ে নেমে যাবেন, আর তাদের জায়গার যুক্ত হবেন নতুন ১৮ জন। এই নতুনদের সঙ্গে বাকি নাবিকরা পরে দেশে ফিরবেন।

গত ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ।

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল জাহাজটি। জিম্মি ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।

অস্ত্রের মুখে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা। সেখানে পৌঁছানোর পর বারবার জাহাজের অবস্থান পরিবর্তন করা হয়।

ছিনতাইয়ের ৯ দিনের মাথায় জলদস্যুদের সাথে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হয় জাহাজের মালিকপক্ষের।

মুক্তিপণ নিয়ে দেন দরবারের পর অবশেষে জাহাজটি মুক্ত হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!