• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড, সরবরাহ বিঘ্নিত


সিলেট প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৪, ১২:৫৪ পিএম
সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড, সরবরাহ বিঘ্নিত

সিলেট : সিলেট শহরে কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়‌ বলে সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান।

এ ঘটনার পর সিলেট শহরসহ কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আশেপাশের কয়েকটি এলাকায় বিদ‌্যুৎ সরবরাহ সাম‌য়িক বন্ধ রয়েছে।

আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল ১০টা ১ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এতে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই; তবে এখনও আমাদের দুটি ইউনিট কাজ করছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এক সহকারী প্রকৌশলী বলেন, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।

এরপর ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।'

জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, অগ্নিকাণ্ডের কারণে সিলেটের কয়েক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।

এমটিআই

Wordbridge School
Link copied!