ময়মনসিংহ: ডাব পাড়তে গিয়ে নির্মাণাধীন ২য় তলার ছাদ থেকে পড়ে হানিফ মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৩ টায় ঢাকার তুরাগের বাউনিয়া জজ মিয়া কমিউনিটি সেন্টারের ছাদে উঠে ডাব পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে।
নিহত হানিফ ২৪ বছর ধরে ঢাকার তুরাগের বাউনিয়ায় পরিবারসহ বসবাস করেন। সেখানে তিনি বাবুর্চির হেল্পার হিসাবে কাজ করতেন।
নিহতের লাশ বুধবার রাত ১০ টার দিকে তার নিজ গ্রাম বীরকামট খালী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মা রাহেলা আক্তার জানান বুধবার বিকালে হানিফ বাসার পাশেই একটি কমিউনিটি সেন্টারের ছাদে উঠে ডাব পাড়তে। এসময় ডাব পাড়তে গিয়ে হঠাৎ পা পিছলে নীচে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাছিমা খাতুন বলেন, সকালের নাস্তা খেয়ে আমার স্বামী বাহিরে বের হন। পরে বিকালে খবর পাই ডাব পাড়তে গিয়ে সে মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নয়ন মিয়া এবিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছে আমরা শোনেছি ডাব পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে হানিফের মৃত্যু হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন বিষয়টি আমার জানা নেই।
এআই/এসআই