• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ট্রেনের হুকে ঝুলছিল মরদেহ, এখনো পাওয়া যায়নি পরিচয়


হিলি (দিনাজপুর) প্রতিনিধি এপ্রিল ১৯, ২০২৪, ০৮:১৪ পিএম
ট্রেনের হুকে ঝুলছিল মরদেহ, এখনো পাওয়া যায়নি পরিচয়

হিলি: দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে হুকে ঝুলছিল মাঝ বয়েসী অজ্ঞাত এক নারীর মরদেহ। এ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ২০মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় স্থানীয়রা ওই ট্রেনের ইঞ্জিনের সামনের হুকে মাঝ বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

স্থানীয়রা জানান, ওই নারীর দুটি পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন হয়ে গেছে। পরে হিলি রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

হিলি রেলওয়ের স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, ট্রেনের ইঞ্জিন থেকে মরদেহ উদ্ধার করার পর ঢাকার উদ্দেশে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি পার্বতীপুরে যাত্রা বিরতির পর হিলি রেলস্টেশনে এসে দাঁড়িয়েছিল ক্রসিংয়ের জন্য।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। ইঞ্জিনের সামনে কিভাবে মরদেহ এলো, এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। মরদেহ আজ সকালে দিনাজপুর এম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তর জন্য চেষ্ঠা চলছে। পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এমএস

Wordbridge School
Link copied!