• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নদীতে গোসলে নেমে নৌ সেনা নিখোঁজ, খুঁজছে ডুবুরি দল


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৪, ০৯:৪৮ পিএম
নদীতে গোসলে নেমে নৌ সেনা নিখোঁজ, খুঁজছে ডুবুরি দল

ফেনী: ফেনীর মুহুরি নদীতে গোসল করতে নেমে মো. আবুল হাসান নামে নৌবাহিনীর এক সদস্য নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিখোঁজ হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত।

পরশুরাম থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল কাজ করছে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

আইএ

Wordbridge School
Link copied!