ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মো. আফজাল হোসেন তালুকদার (৪০) নামের এক ডেকরেটার ব্যবসায়ী হিট স্ট্রোকে মারা গেছেন।
নিহতের চাচাত ভাই মো. নুরনবী তালুকদার বলেন, শনিবার (২০ এপ্রিল) রাত ৭ টার দিকে অতিরিক্ত ভ্যাপসা গরমে আফজাল হোসেন হিট ষ্টোক করে রাত ৮টা ৩০ মিনিটের সময় সময় ইন্তেকাল করেন।
স্থানীয় ডা. দিলিপ চন্দ্র হাওলাদার হিট ষ্টোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. আফজাল হোসেন তালুকদার পশ্চিম আউরা গ্রামের মৃত্যু মো. আনোয়ার হোসেন তালুকদারের ছেলে। তিনি কাঁঠালিয়া শহরে ডেকরেটার ব্যাবসায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা, দুই ভাই চারবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন এ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. বাদল মাহমুদ বলেন, রোববার (২২ এপ্রিল) সকাল ৯ ঘটিকার সময় নিজ বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
আজও কাঁঠালিয়ার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এআই/এসআই