কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর মালীখিল এলাকায় যাত্রীবাহী বাস চাপায় চার জন নিহত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) আনুমানিক রাত ৮ টায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৭ টার দিকে মহাসড়কের এপাশ থেকে ওপাশ যাচ্ছিলেন তিন জন পথচারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস