• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৪, ০৩:১০ পিএম
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার

ছবি প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে তিন কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে নিখোঁজ কিশোরদের  লাশ উদ্ধার করা হয়।  

নিহতরা হলো-রাজশাহী মহিতার থানা এলাকার রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), মতিহার এলাকার নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১২) ও একই এলাকার লিটনের ছেলে আরিফ (১৩)।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে যায় বেশকিছু কিশোর। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!