বরগুনা: বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টকার্ড অভিযান চালিয়ে হরিণের মাংস উদ্ধার করে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে চরলাঠিমারা তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হরিণের ৪ টি পাসহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করে।
পাথরঘাটা স্টেশন কমান্ডার শাকিব মেহবুব বলেন, মাংস উদ্ধার কালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস পাচারকারীরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের নিকট হস্থান্তর করা হয়।
এম/এসআই