• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ


কক্সবাজার প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৪, ১১:৫২ এএম
ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার : কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রাব্বানী।

তিনি জানান,  কক্সবাজার যাওয়ার পথে ঈদ স্পেশাল ট্রেন-৯ এর ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বগি উদ্ধারে কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বিলম্ব হবে বলেও জানান তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!