• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাতামুহুরী নদীতে নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার 


কক্সবাজার প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৪, ০৮:৪১ পিএম
মাতামুহুরী নদীতে নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার 

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মনছুর আলম (২২) ও মোহাম্মদ মুবিনের (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, সকাল ৯টার দিকে তারা নিখোঁজ হন।

মোহাম্মদ মনসুর উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে এবং মোহাম্মদ মুবিন সিকান্দার পাড়ার মোহাম্মদ মনুর ছেলে।

জানা গেছে, তারা সকালে মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এ খবর পেয়ে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের প্রচেষ্টা চালায়। পরে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। 

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে,  বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এমএস

Wordbridge School
Link copied!